নতুন পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি?
নতুন পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র হলো।
নতুন পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র বয়স বা পেশাগত পার্থক্যের কারণে পাসপোর্ট করার ক্ষেত্রে একেক জনের একেক রকম অতিরিক্ত ডকুমেন্ট বা কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে। পাসপোর্ট করতে কোন কাগজ কি কাজে প্রয়োজন হয় তা বিস্তারিত আলোচনা করা হলো
প্রি পুলিশ ভেরিফিকেশন এটি সবার জন্য প্রযোজ্য নয়। যারা ইমারজেন্সি পাসপোর্ট করতে চাচ্ছে অর্থাৎ চিকিৎসার কারণে কিংবা জরুরী কাজে সুপার এক্সপ্রেস ডেলিভারিতে পাসপোর্ট করতে চাচ্ছেন তারা আগে থেকেই পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আবেদন করতে হয়।
ই পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৩
- বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের সর্বশেষ নির্দেশনা 23 Oct 2022 অনুসারে ই পাসপোর্ট করতে জাতীয় পরিচয়পত্র (NID Card) অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ (Birth Certificate) প্রয়োজন। তার সাথে নাগরিকত্ব সনদ এবং পেশার প্রমাণপত্র জমা দিতে হয়। সরকারি চাকরিজীবীদের ই পাসপোর্ট করতে GO অথবা NOC প্রয়োজন।
- উপরে উল্লেখিত মৌলিক বিষয়গুলো ছাড়াও আরো বেশ কিছু কাগজপত্র ই পাসপোর্ট আবেদনের সাথে পাসপোর্ট অফিসে জমা দিতে হয়। আবেদনকারীর বয়স, পেশা, পূর্বে পাসপোর্ট থাকা বা না থাকার ওপর ভিত্তি করে প্রয়োজনীয় কাগজপত্রে ভিন্নতা থাকতে পারে।
- ই-পাসপোর্ট আবেদন করা হয়ে যাওয়ার পরে যে কাজটি করতে হয় তা হচ্ছে অনলাইনে অথবা ব্যাংক ড্রাফের মাধ্যমে ই পাসপোর্ট ফি প্রদান করা। এর পরেই চলে আসে পাসপোর্ট অফিসে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র একত্রীকরণ। এর জন্য জানা দরকার ই পাসপোর্ট করতে কি কি লাগে।
ই পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে
বয়স ১৮ কিংবা তার বেশি হলে ই পাসপোর্ট করতে জাতীয় পরিচয় পত্র, নাগরিক সনদ, পেশাজীবী প্রমাণপত্র এবং ২০ বছরের কম বয়সী যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা NID Card এর পরিবর্তে অনলাইন জন্ম সনদ প্রয়োজন হবে। পাসপোর্ট করার জন্য যে সকল কাগজপত্র পাসপোর্ট অফিস জমা নিয়ে থাকে তার তালিকা নিচে প্রকাশ করা হলো।
আরো জানন: ই পাসপোর্টের বর্তমান অবস্থা কেমন যানুন। – E Passport
বয়স ১৮ বা তার বেশি হলে পাসপোর্ট করতে যা যা লাগবে
যাদের জাতীয় পরিচয় পত্র রয়েছে তাদের ক্ষেত্রে পাসপোর্ট করতে যে সকল ডকুমেন্ট বা কাগজপত্র প্রয়োজন হয় তা হলোঃ
- মূল জাতীয় পরিচয় পত্র (NID Card) এবং এর ফটোকপি
- ই পাসপোর্ট আবেদনের সামারি – Application Summery
- পাসপোর্ট আবেদনের ফরম – Application Form
- পাসপোর্ট ফি পরিশোধের চালান / ব্যাংক ড্রাফ কপি
- নাগরিক সনদ
- পেশাগত সনদের ফটোকপি
২০ বছরের কম যাদের NID Card হয়নি
- অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট আবেদন ২০ বছর বয়স পর্যন্ত প্রযোজ্য। যাদের বয়স 20 বছরের কম এবং এখনো জাতীয় পরিচয়পত্র হয়নি তারা চাইলে তাদের অনলাইন জন্ম নিবন্ধন সনদ বেবহার করে ই পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবে। 20 বছরের কম বয়সী ও জাতীয় পরিচয় পত্র হয়নি তাদের পাসপোর্ট করার জন্য যা যা প্রয়োজন-
- অনলাইন জন্ম নিবন্ধন সনদ (BRC) ও এর ফটোকপি
- ই পাসপোর্ট আবেদনের – Application Summery
- পাসপোর্ট আবেদনের ফরম – Application Form
- পাসপোর্ট ফি পরিশোধের চালান / ব্যাংক ড্রাফ কপি
- নাগরিক সনদ
- পেশা ছাত্র ছাত্রী হলে Student ID / Certificate
এই লিংকে সকল ডকুমেন্ট পাবেন: Official
সরকারি চাকরিজীবীদের ই পাসপোর্ট করতে কি কি লাগে
- সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারীদের পাসপোর্ট আবেদন করতে সাধারণ জনগণের একটি ডকুমেন্ট বেশি লাগে, তা হচ্ছে NOC (No Objection Certificate) বা GO (Government Order) পেপার। এছাড়া বাকি সকল কাগজপত্র একজন সাধারণ নাগরিকের যা প্রয়োজন তাই এখানে প্রযোজ্য।
- NOC: যদি কোনো সরকারি চাকরিজীবী নিজ প্রয়োজনে পাসপোর্ট করেন তাহলে তার বিভাগ, অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে অনাপত্তিপত্র (No Objection Certificate) সংগ্রহ করতে হয়
- GO: সরকারি কাজে দেশের বাইরে যাওয়ার জন্য সরকারি আদেশ বা Government Order পাসপোর্ট করার সময় দাখিল করতে হয়।
শিশুদের ই পাসপোর্ট করতে কি কি লাগে
শিশুদের ই পাসপোর্ট করার ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন সনদের পাশাপাশি পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের কপি সংযুক্ত করা বাধ্যতামূলক।
- অনলাইন জন্ম নিবন্ধন সনদ
- পিতা-মাতার এনআইডি কার্ডের ফটোকপি
- Online Application Summary
- Application Form
- পাসপোর্ট ফি পরিশোধের A Challan
- 3R Size ছবি Lab Print, Gray Background
প্রয়োজন অনুসারে কিছু কিছু ক্ষেত্রে নিচে উল্লেখিত কাগজগুলো কোনটি প্রয়োজন হতে পারে।
- পুরাতন পাসপোর্ট (পাসপোর্ট রি ইস্যুর ক্ষেত্রে)
- চেয়ারম্যান সার্টিফিকেট
- ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ অথবা গ্যাস বিল)
- পাসপোর্ট হারানোর জিডি (পাসপোর্ট হারিয়ে গেলে)
Home | Nid Service |
E Passport | epassport.gov.bd |