ভোটার তালিকা দেখার উপায়
ভোটার তালিকা দেখার উপায়
ভোটার তালিকা দেখার উপায় জন্য নির্বাচন প্রতিনিধি কিংবা ইউনিয়ন ভিত্তিক সরকারি ওয়েবসাইট থেকে ভোটার তালিকা pdf সংগ্রহ করতে পারেন। নির্বাচনের সময় প্রার্থীদের উপজেলা নির্বাচনে অফিস থেকে CD কেসেট (CD ড্রাইভ) দেওয়া হয়। এইচডি ক্যাসেটের মধ্যে নির্বাচন প্রার্থীর ওয়ার্ড অনুসারে ভোটার তালিকা দেয়া থেকে।
বর্তমানে দেখা যায় নির্বাচন চলাকালীন সময়ে ভোটার তালিকার খুব প্রয়োজনীয়তা। কেননা নির্বাচনের সময় ভোট দেওয়ার জন্য ভোটারদের নাম এবং ভোটার সিরিয়াল নাম্বার জানার জন্য অবশ্যই ভোটার তালিকা দেখার প্রয়োজন হয়। অনেকেই কষ্ট করে ভিড়ের মধ্যে গিয়ে ভোটার তালিকা থেকে তার নামটি খোঁজে। আবার অনেকেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য অনলাইন থেকে ভোটার তালিকা দেখার সুযোগ খুঁজে থাকেন।
কেননা ভোটার তালিকায় যদি এক জন ভোটারের নাম থাকে তাহলে তিনি ভোট দিতে পারবেন। এছাড়া এর বাইরে যদি কেউ ভোট দিতে যায় তাহলে সেটি হবে জালভোট।
অন্যদিকে দেখা যায় যারা বিগত কয়েকদিন আগে ভোটার আইডি কার্ড নিবন্ধন করেছেন তাদের নামটি ভোটার তালিকা এসেছে কিনা এটি জানার জন্য ভোটার তালিকা বা ভোটার লিস্ট খুঁজে। কেননা তাদের নাম যদি ভোটার তালিকায় না থাকে তাহলে তারা তো ভোট দিতে পারবে না। এখন আমরা জানবো ভোটার তালিকা দেখার উপায়।
আপনার এলাকার ভোটার লিস্ট দেখার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করা। তাছাড়া আপনি নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন প্রার্থীর কাছ থেকে ভোটার তালিকার PDF সংগ্রহ করতে পারেন।
ছবি সহ ভোটার তালিকা ভোটার তালিকা দেখার উপায়
ছবিসহ ভোটার তালিকা দেখতে কিংবা বের করার জন্য উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে। নিজের কিংবা একক কোন ব্যক্তির ভোটার লিস্ট দেখতে চাইলে নির্বাচন অফিসের কর্মচারী / কর্মকর্তা ছবিসহ ভোটার তালিকা দেখতে সহায়তা করতে পারে।
নির্বাচনী এলাকার জনপ্রতিনিধির কাছে থেকে
ভোটার তালিকা মূলত তাদের কাছেই পাওয়া যায় যারা একটি নির্বাচনী এলাকায় নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। কেননা ওই সমস্ত জনপ্রতিনিধিগণ তাদের নির্বাচনী এলাকায় কত ভোটার রয়েছে কত ভোটার মারা গিয়েছেন এবং নতুন ভোটার নিবন্ধন হয়েছেন এই তথ্যগুলো তাদের জানতে হয়। তাইতো তারা উপজেলা নির্বাচন কমিশনার অফিস থেকে তাদের নির্বাচনী এলাকার ভোটার তালিকা সংগ্রহ করে থাকে। আপনি চাইলে তাদের কাছ থেকে ভোটার তালিকার মূল কপিটি সংগ্রহ করে সেটি ফটোকপি করে আপনার কাছে সংগ্রহ করে রেখে দিতে পারেন।
নিকটস্থ নির্বাচন কমিশন অফিস থেকে
আপনি যে নির্বাচনী এলাকার আওতাভুক্ত সেই নির্বাচনী এলাকার নিকটস্থ নির্বাচন কমিশন অফিসে গিয়ে তাদেরকে বলতে পারেন আমি ভোটার তালিকা দেখবো। তখন তারা আপনাকে আপনার উক্ত এলাকার ভোটার তালিকা দেখাতে পারবে। আপনি চাইলে তাদের থেকে উক্ত ভোটার তালিকা সিডি ডিস্ক আকারে সংগ্রহ করতে পারেন। তবে এর জন্য ১/০৬০১/০০০১/২৬৩১ কোডে চালানের মাধ্যমে ৫০০/- টাকা সোনালী ব্যাংকে ফি পরিশোধ করতে হবে। এর পরে চালানের কপি নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে উপজেলা নির্বাচন অফিসার বরাবর হাতে লিখে একটি আবেদন করতে হবে।
অনলাইন থেকে ভোটার তালিকা দেখুন ( সীমিত সংখ্যক ইউনিয়নের জন্য)
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন অফিসিয়াল ওয়েবসাইটে আপনার বিভাগ বাছাই করুন এরপর আপনার জেলা একের পরে আপনার উপজেলা এবং আপনার ইউনিয়ন বাছাই করার পরে আপনি আপনার ইউনিয়নের ডিজিটাল তথ্যকেন্দ্রেরমূল ওয়েবসাইটে চলে যেতে পারবেন।
আর যদি ইউনিয়ন ভিত্তিক সকলের ভোটার তালিকা বের করতে চান সে ক্ষেত্রে একজন নির্বাচন প্রার্থীর সহায়তা নিতে পারেন। নির্বাচন চলাকালীন সময়ে উপজেলা নির্বাচন অফিস থেকে প্রত্যেক নির্বাচন পদপ্রার্থীদের ছবিসহ ভোটার তালিকা সম্বলিত CD ডিস্ক ড্রাইভ দেয়া হয়।
এই CD থেকে ওয়ার্ড ভিত্তিক মহিলা এবং পুরুষ ভোটারের লিস্ট পিডিএফ আকারে বের করা যায়। চাইলে এই PDF ফাইল ডাউনলোড করে মোবাইল কিংবা কম্পিউটারে সেভ করে রাখা যাবে। প্রয়োজন হলে পরবর্তী সময়ে এই তালিকা থেকে ছবিসহ ভোটার লিস্ট প্রিন্ট করা যাবে।
ভোটার তালিকা pdf ডাউনলোড
- তালিকা pdf ডাউনলোড করার জন্য বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন ওয়েবসাইট ভিজিট করে সবার উপরের মেনু থেকে বিভাগ বাছাই করুন। তারপর পর্যায়ক্রমে জেলা, উপজেলা এবং ইউনিয়ন সিলেক্ট করুন। এখন ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন তালিকার লিস্ট থেকে ভোটার তালিকা pdf ডাউনলোড করুন।
- ভোটার তালিকা সবার জন্য উন্মুক্ত নয়। তাই এর জন্য আলাদা কোন ওয়েব সাইট নেই। ইউনিয়ন ভিত্তিক সরকারি তথ্য বাতায়ন সাইটে ভোটার তালিকার pdf থাকার অপশন আছে।
- তবে সব ইউনিয়নের ওয়েবসাইটে ভেটার লিস্ট আপলোড করা নাও থাকতে পারে। আপনি আপনার ইউনওয়নের সাইটে ভোটার তালিকা pdf পাওয়া যায় কিনা চেক করে দেখতে পারেন।
ইউনিয়ন ভিত্তিক ভোটার তালিকা ডাউনলোড
আপনার ওয়ার্ড কিংবা ইউনিয়নের সকল voter list Download করার জন্য ভিডিওতে দেখানো নিয়ম অনুসরণ করুন। তবে মনে রাখবেন সব ইউনিয়নের অয়েব সাইটে ভোটার তালিকা নাও দেয়া থাকতে পারে। দেয়া থাকলেও অনেক ক্ষেত্রে আপডেট ভোতার তালিকা মিসিং থাকে।
Home | Nid Service |
আইডি কার্ড ভেরিফাই | Nid Card Verification Bangladesh |