Facebook Bio
Trending

ঈদের শুভেচ্ছা ফেসবুক স্ট্যাটাস – ঈদ মোবারক স্ট্যাটাস

ঈদের শুভেচ্ছা বার্তা

ঈদের শুভেচ্ছা ফেসবুক স্ট্যাটাস – ঈদের শুভেচ্ছা বার্তা

ফেসবুকে আপনার বন্ধুকে স্ট্যাটাস দিতে অগ্রিম ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস, ঈদের শুভেচ্ছা ফেসবুক স্ট্যাটাস – ঈদের শুভেচ্ছা বার্তা, ঈদের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে চিঠি, ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা, ঈদ মোবারক পিকচার 2024, ঈদ মোবারক ইসলামিক স্ট্যাটাস, ঈদুল ফিতরের শুভেচ্ছা মেসেজ

  • আল্লাহ আমাদের উপর তোমার রহমত বর্ষণ করুন এবং আমাদের দোয়া কবুল করুন। সবাইকে ঈদুল আযহা মোবারক!
  • আপনার সুখ এবং স্বাস্থ্যের সাথে একটি নিরাপদ ঈদ উল আযহা কামনা করছি! ঈদ মোবারক!
  • আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে একটি শান্তিময় এবং সমৃদ্ধ জীবন দান করুন। ঈদ-উল-আযহা মোবারক

ঈদের আনন্দে আপনাদের জীবন হোক আলোকিত, সুখে-শান্তিতে ভরে উঠুক আপনার প্রতিটি মুহূর্ত। ঈদের শুভেচ্ছা!

চাঁদের আলোয় ঝলমলে ঈদের দিন,
আপনার জীবন হোক সুখে-শান্তিতে রঙ্গিন। ঈদ মোবারক!

ক্ষমা ও সহানুভূতির এই পবিত্র দিনে,
আমাদের মনে পুষ্পিত হোক ভালোবাসার বীজ। ঈদ মোবারক!

আত্মীয়-স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে,
আমরা সকলে মিলে গড়ে তুলি সুন্দর পৃথিবী।

ঈদ মোবারক!

ঈদের আনন্দে মুখরিত হোক প্রতিটি ঘর,
সুখে-শান্তিতে ভরে উঠুক আপনার জীবন।

ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন

এখান থেকে ডাউনলোড করতে পারবেন।

ঈদ মোবারক!

এই ঈদে আল্লাহ আপনার সকল প্রার্থনা কবুল করুন।

ঈদ মোবারক!

ঈদের আনন্দ আপনার জীবনে ছড়িয়ে পড়ুক,
আপনার সকল দুঃখ-কষ্ট দূর হোক।

ঈদ মোবারক!

ভালোবাসায় ভরা ঈদের শুভেচ্ছা আপনাদের জন্য। ঈদ মোবারক!

ঈদের শুভেচ্ছা ফেসবুক স্ট্যাটাস - ঈদের শুভেচ্ছা বার্তা
ঈদের শুভেচ্ছা ফেসবুক স্ট্যাটাস – ঈদের শুভেচ্ছা বার্তা

ঈদ মোবারক ক্যাপশন

ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,
অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,
সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,
শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে।
ঈদ মোবারক

সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ আর সমৃদ্ধি।
খুশির এই দিনে সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা।
“ঈদ মোবারাক”

দিনে গরম রাতে শীত
সামনে আসছে কুরবানি ঈদ।
সাদা রুটি মাংসের ঝোল,
খেতে তোমরা করোনা ভুল।
ঈদে থাকব হাসি খুশি
তোমাকে চাই পাশাপাশি

ঈদ-উল-আযহা শুধুমাত্র আপনার পরিবারের সাথে সময় কাটানো এবং ভালো সময় কাটানো নয়, এটি আপনার আশেপাশের লোকদের জন্যও আনন্দ নিয়ে আসে! ঈদ মোবারক!

আল্লাহ আপনার সকল ইচ্ছা পূরণ করুন এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন। আপনাকে এবং আপনার প্রিয়জনকে ঈদ মোবারক শুভেচ্ছা! অনেক মিষ্টি আছে!

আপনাকে বিষণ্ণ করার কোন ছায়া নেই
আপনাকে ঘিরে শুধুই আনন্দ
আল্লাহ্‌ নিজেই আপনার উপর রহমত বর্ষণ করুন
এই আপনার জন্য আমার শুভেচ্ছা
আজ, আগামীকাল এবং প্রতিদিন।
ঈদ মোবারক।

আরও দেখুন: ছেলেদের ফেসবুক বায়ো – স্মার্ট ফেসবুক বায়ো ২০২৪

বাকা চাঁদের হাসিতে,
দাওয়াত দিলাম আসিতে,
আসতে যদি না পারও
ঈদ মোবারক গ্রহন কর

ঈদের শুভেচ্ছা বার্তা

ঈদ মানে খুসি, ঈদ মানে আনন্দ,
ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব।
ঈদ মানে ভুলে যাওয়া যতো দুঃখ ভয়,
ঈদের মত তোমার জীবন টা হোক দীপ্তিময়।
*ঈদ মোবারাক*

রঙ লেগেছে মনে, মধুর এই ক্ষনে,
তোমায় আমি রাঙিয়ে দিবো ঈদের এই দিনে।
ঈদ মোবারাক

আমার হ্রদয়ের অন্তস্থল থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক

সোনালি সকাল, রোদেলা দুপুর,,,

পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাঁদনি রাত।

সব রঙ্গে রাঙ্গিয়ে থাক — আপনার সারাটি বছর।

এই বাসনায় আপনাকে জানাই,,

(ঈদ মোবারাক)

ঈদের শুভেচ্ছা ফেসবুক স্ট্যাটাস - ঈদের শুভেচ্ছা বার্তা
ঈদের শুভেচ্ছা ফেসবুক স্ট্যাটাস – ঈদের শুভেচ্ছা বার্তা

ঈদের মহিমা সকলের জীবনে ফিরিয়ে আনুক শান্তি, সৌহার্দ্য ও সমৃদ্ধি। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

ত্যাগের মহিমা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা। ঈদের মহিমা সকলের জীবনে বয়ে আনুক অনাবিল হাসি ও আনন্দ। সুস্থতা ও সমৃদ্ধিতে ভাসুক সবার জীবন। ঈদ মোবারক।

ত্যাগের মহিমায় ভরে উঠুক আপনার জীবন। ঈদ মোবারক।

ঈদুল আজহার ত্যাগের শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনেও প্রতিফলিত হোক! ঈদ মোবারক।

সকল ধর্মপ্রাণ মুসলমান দেশবিদেশে মুসলিম ভাই-বোনদের জানাচ্ছি শুভেচ্ছা; ঈদ মোবারক।

সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ সবার জীবনে বয়ে আনুক অসীম সুখ এবং আনন্দ। সবাই ভালো থাকুন, ঈদ মোবারক।

আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক। আপনার বাড়ি সর্বদা সীমাহীন সুখ, উল্লাস এবং হাসিতে ভরে উঠুক।

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ,
ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব,
ঈদ মানে ভুলে যাওয়া যতো দুঃখ ভয়,
ঈদের মত তোমার জীবন টা হোক দীপ্তিময়।
ঈদ মোবারক।

রঙ লেগেছে মনে, মধুর এই ক্ষণে,
তোমায় আমি রাঙিয়ে দেব ঈদের এই দিনে।
ঈদ মোবারাক।

ঈদের হাওয়া লাগুক প্রাণে,
মন ভরে যাক নতুন গানে,
ঘুম ঘুম চোখে স্বপ্নিল চাওয়া,
ঈদে হোক সবকিছু পাওয়া।
ঈদ মোবারক।

আকাশের নীল দিয়ে,

হৃদয়ের ছোঁয়া দিয়ে,

সবুজের অরণ্য দিয়ে,

সাগরের গভীরতা দিয়ে,,

তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা।

(ঈদ মোবারক)

যে দিন দেখবো ঈদ এর চাঁদ,,

খুশি মনে কাটাবো রাত।

নতুন সাজে সাজব সেদিন,,

যেদিন হবে ঈদের দিন।

আর আনোন্দে কাটাবো সারাটা দিন!!!

সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।

(ঈদ মোবারক)

রিমঝিম এই বৃষ্টিতে,,

ঈদ কাটাবো খুশিতে।

আনন্দের হাওয়া লাগলো মনে,

নাচবে খুকি ক্ষণে ক্ষণে।

সাজবে সবাই – পড়ে নতুন পোশাক,

এই ঈদ যেন সারা জীবন রয়ে যাক।

(ঈদ মোবারক)

সপ্ন গুলো সত্যি হোক,,,

সকল আশা পুরনো হোক।

দু:খ দুরে যাক,,,

সুখে জীবন ভরে যাক।

জীবনটা হোক ধন্য,,,

ঈদ মোবারাক তোমার জন্য।

(ঈদ মোবারাক)

ঈদ মোবারক স্ট্যাটাস ইসলামিক

ঈদ ঈদ ঈদ এলো আবার ঈদ,,

সবার মাঝে এই খুশির বার্তা ছড়িয়ে দিক।

ঈদ ঈদ ঈদ এলো আবার ঈদ

সবার মাঝে সত্য বলার,,,, সাহস ছড়িয়ে দিক।

সেই বাসনায় সবাইকে জানায় ঈদের শুভেচ্ছা।

(ঈদ মোবারোক)

আসুন,,

আমরা সকলে এই ঈদে একসাথে মিলেমিশে আনন্দ করি।

ধনী-গরিব, ভেদাভেদ ভুলে সকলে মিলে এই ঈদ কাটাই সুখে-শান্তিতে।

(ঈদ মোবারোক)

এই পবিত্র উৎসবের দিনে,

আপনার জন্য অনেক হাসি এবং আনন্দের

মুহুর্তগুলোতে ভরা একটি দিন কামনা করছি।

আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই,,

(ঈদ মোবারক)

আল্লাহ আমাদের উপর তোমার রহমত বর্ষণ করুক

এবং আমাদের দোয়া কবুল করুক।

সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা!

আল্লাহ আপনার সকল ইচ্ছা পূরণ করুক

এবং আপনার পরিবারকে সুস্থ রাখুক।

এই বাসনায় আপনাকে এবং আপনার প্রিয়জনকে জানাই।

(ঈদের শুভেচ্ছা)

4.5/5 - (2 votes)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button