মোবাইলে ভোটার আইডি চেক | Mobile NID Card Check

মোবাইলে ভোটার আইডি চেক Mobile NID Card Check

মোবাইলে ভোটার আইডি চেক করবেন যে নিয়মে তা দেওয়া হল ।

জাতীয় পরিচয় পত্রের নাম্বার ও জন্ম তারিখ দিয়ে চেক করে যাচ্ছে যে কোন ভোটার আইডি কার্ডের তথ্য। আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে যাচাই করতে পারবেন যে কোন ভোটার আইডি কার্ড সঠিক না ভূয়া। এজন্য অনলাইনে পর্যায়ক্রমে কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে।

মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ড চেক করুন ।

আপনি যদি মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ড চেক করতে চান, তাহলে আপনার মোবাইলের প্লে স্টোর থেকে GD Apps ইন্সটল করুন। এরপর রেজিস্টার ফর্মে ভোটার আইডি নাম্বার এবং জন্ম তারিখ লিখে যাচাই করুন বাটনে ক্লিক করলেই আপনি ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই বা চেক করতে পারবেন।

আরো জানুন: ভোটার আইডি কার্ড ডাউনলোড করার সঠিক নিয়ম।

GD Apps এর মাধ্যমে আপনি জানতে পারবেন তা হলোঃ-

Online GD App Link

  • জাতীয় পরিচয়পত্র নং।
  • জন্ম তারিখ।
  • ব্যক্তির নাম।
  • পিতার নাম।
  • মাতার নাম।

মোবাইলে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম।

প্রথমেই অনলাইন জিডি অ্যান্ড্রয়েড অ্যাপটি মোবাইলে ইন্সটল করে নিতে হবে। ইন্সটল হয়ে গেলে প্রথমে দেখতে পাব দুটি বাটন রয়েছে একটিতে রেজিস্টার করার জন্য অপরটিতে লগইন করার জন্য বলা হবে। এখান থেকে আমাদের রেজিস্টার বাটনে ক্লিক করে সামনের দিকে আগাতে হবে।

যখন আমরা রেজিস্টার পেজে আসব তখন আমাদের সামনে উপরে দেখানো ছবির মত অপশন দেখাবে। ছবিটি খেয়াল করলে দেখতে পাবো এখানে বলা হচ্ছে জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে পরিচয়পত্র যাচাই করার জন্য তথ্য।

আমরা প্রথমে আমাদের জাতীয় পরিচয় পত্র নাম্বারটি দেব। আপনার আইডি কার্ডে থাকা 17 অথবা 13 সংখ্যার এমনকি 10 সংখ্যার জাতীয় পরিচয় পত্র নাম্বার দিতে হবে। ২য় ঘরে জন্মতারিখ দিয়ে নিচে থাকা পরিচয়পত্র যাচাই বাটনে ক্লিক করতে হবে।

এখান থেকে আপনি আপনার পরিচয়পত্র নং, জন্ম তারিখ, নাম, পিতার নাম, মাতার নাম জানতে পারবেন। এভাবে আপনি যে কোন ভোটার আইডি কার্ড মোবাইলের মাধ্যমে চেক বা যাচাই করতে পারবেন ধন্যবাদ সবাইকে।

আরো তথ্য জানুন: নাম্বার দিয়ে আইডি কার্ড চেক | NID Card Online Check

কোন কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর পেয়ে জাবেন ইনসাআল্লাহ।

Home  Nid Service
Disclaimer https://www.nid-service.com/disclaimer/
5/5 - (2 votes)
Previous Article

নাম্বার দিয়ে আইডি কার্ড চেক | NID Card Online Check

Next Article

Jonmo Nibondhon Online Copy | জস্মনিন্ধন অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our Newsletter

Subscribe to our email newsletter to get the latest posts delivered right to your email.
Pure inspiration, zero spam ✨